শুক্রবার রাতে ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায়, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা র অন্যতম সহ সভাপতি জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা র সহ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল ও ফুলবাড়ীয়া, দেওখোলা মন্ডলবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি র দীর্ঘদিনের সভাপতি, সমাজ সেবিকা ফেরদৌসী রহমান কুসুম এর ৩য় সন্তান প্রয়াত রাফসান শাহরিয়ার নিলয় স্বরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মুক্তিদুল ইসলাম।উক্ত মাহফিলে অংশ গ্রহন করেন,মাহফিজুর রহমান বাবুল, শিল্পপতি এ ডি এম সালাউদ্দিন হুমায়ুন, আলহাজ্ব জহিরুল ইসলাম জহির,ইন্জি: মনিরুজ্জামান তকদীর, ইন্জি:এম এইচ খান টুটুল,শিল্প পতি মেয়র প্রার্থী মসিউর রহমান বাবুল, আলহাজ্ আব্দুল হাই( আনা),
আলহাজ্ব আব্দুস সাত্তার, আলহাজ্ব ডা: ইব্রাহিম, জনাব সাইফুদ্দীন মনি,মো: হেলাল উদ্দীন, এড. সায়িদুল করিম নসরত,জুলফিকার মজুমদার দুলু,আদনান শাহরিয়ার নাজিন,তৌফিকুল ইসলাম বাবু,জাওয়াদ তাজওয়ার মাহবুব( জাওয়াদ),সাকিব তাজওয়ার মাহবুব( জিদান),মাহরুজ তালাল দাইয়ান, মো: ফজর আলী, মো: শামী,রায়হান, খায়রুল প্রমূখ।