Header Image

ফুলবাড়িয়ার বালিয়ানে ফাঁকা মাঠে গোল দেয়ার সম্ভাবনা স্বতন্ত্র প্রার্থী পলাশের

সাইফুল ইসলাম তরফদারঃ
 আগামী ১১ নভেম্বর মানে আর মাত্র দুই দিন পেরুলেই দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন । নির্বাচনের তফসিল ঘোষণা এবং প্রতীক বরাদ্দের পরে  নির্বাচনী প্রচারণাকালে ছোটবড় সংঘর্ষ আর  হামলায় চলছে নির্বাচনে অংশনেয়া প্রার্থীদের জনসংযোগ। তবে এরই মধ্যে বেশকিছু ইউনিয়নে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার প্রচারণার কাজ।
গ্রমের বিভিন্ন চায়ের দোকান,উঠান বৈঠক এবং জনসভায় প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের পক্ষে ভোট চাইছে ঘুম হারাম করে । তবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা প্রতীককে পেছনে ফেলে ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন একাধিক স্বতন্ত্র প্রার্থীরা।
কোন কোন ইউনিয়নে নৌকা প্রতীকের শক্তিশালী প্রার্থী না থাকায় সাধারণ ভোটাররা অনেকেই বলছেন দলীয় প্রতীককে ছাড়িয়ে একরকম ফাঁকা মাঠে গোল দেয়ার সম্ভাবনা দেখছেন সতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ মিজানুর রহমান পলাশ। দিনশেষে সৎ যোগ্য এবং বিপদাপদে যাকে পাশে পাবে এমন প্রার্থীকেই ভোট দিতে চায় সচেতন ভোটাররা।
ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন হাজেরা খাতুন। তারই প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান শামীমা খাতুন (চশমা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন মিজানুর রহমান পলাশ ছাড়াও আরো ৩ জন। সাধারণ ভোটাররা বলছেন চারটি ওয়ার্ডের মধ্যে আর কোনো প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী না থাকায় বাকী আর পাঁচজন প্রার্থী কে ডিঙিয়ে এবার ফাঁকা মাঠে গোল দিতে পারেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পলাশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির এই সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মিজানুর রহমান পলাশ। তবে দলীয় প্রতীকে মুখ্য নয় ভোটাররা এবার ব্যক্তি পলাশকেই ভোটে এগিয়ে রাখতে চায় বলে দাবি করেন মিজানুর রহমান পলাশ।
আনারস প্রতীক নিয়ে লড়াই করা স্বতন্ত্র  প্রার্থী মিজানুর রহমান পলাশ বলেন, নির্বাচনের আর মাত্র দু দিন বাকি। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ দেখে আমি খুবই সন্তুষ্ট। এরকম পরিবেশ থাকলে আর নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি বিএনপি’র সমর্থিত প্রার্থী হলেও সাধারণ ভোটারদের কাছে আমার জনপ্রিয়তা রয়েছে। সব সময় বিপদে-আপদে আমি সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমার ইউনিয়নে রাস্তাঘাটের সমস্যা, বৃদ্ধ মানুষদের বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা মূলক সরকারের সব ধরনের সুবিধা গুলো আমি সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। আমি এই বিষয়গুলো নিশ্চিত করার লক্ষে কাজ করতে চাই।
নৌকা প্রতীক নিয়ে লড়াই করা হাজেরা খাতুন বলেন, নির্বাচনী পরিবেশ ভাল, নৌকার বিজয় নিশ্চিৎ।
বালিয়ান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২৭ হাজার, ভোট কেন্দ্র রয়েছে ১১ টি যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে চারটি।দত্ত পাকুটিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,দশ মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যবাড়ি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় বলে জানান স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পলাশ।
১১ নভেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট। ফুলবাড়িয়া উপজেলায় ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধরন সদস্য পদে লড়ছেন ৭৪৩ প্রার্থী।
চেয়ারম্যান পদে ৭৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৯ জন ও সাধারন সদস্য পদে ৪৯৯ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। ফুলবাড়িয়ায় আ’লীগের দলীয় ১৩ জন প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ১৬ জন।  বিএনপি দলীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহণ না করলেও দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে ফুলবাড়িয়য় বিএনপির ১৭ জন নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোস্তফা কামাল বলেন, নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সকল প্রস্তুতি সম্পন্ন প্রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!