
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকালে নবদূত ক্রীড়াচক্রের উদ্যোগে ঐতিহ্যবাহী নরজরুল একাডেমী মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোখছেদুল আমীন মৃধা, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবীব মাস্টার, ক্রীড়াবিদ মশিউর রহমান দীপক, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবদূত ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, নবদূত ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মারুফ প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় নবদূত ক্রীড়া চক্র ০৫-০২ গোলে কালীরবাজার ক্রীড়াচক্র একাদশকে পরাজিত করে। পরে উভয় দলকে পুরষ্কার প্রদান করে প্রধান অতিথি। এ সময় স্থানীয় সাবেক খেলোয়াদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত খেলাটি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবদূত ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়ার তত্বাবধানে গোল্ডকাপ টুর্নামেন্টটি পরিচালিত হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পৌর ছাত্রলীগের সহ সভাপতি সাদিকুল ইসলাম সকাল ও খেলায় কমেন্ট্রি করেন ত্রিশালের শরিফুল ইসলাম।