আরিফ রববানী, ময়মনসিংহ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে ফুটবল প্রতীক বরাদ্দ পেয়ে জনগণকে জানান দিতে ব্যাপক শোডাউন ও গণ মিছিল করেছেন ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার তাজুল ইসলাম।
শনিবার (১৩ ই নভেম্বর ) বিকেলে ৬নং ওয়ার্ড এলাকার বিদ্যাগঞ্জ বাজার থেকে এ মিছিল শুরু হয়। মেম্বার প্রার্থী তাজুলের প্রচারণায় ওয়ার্ড এলাকার ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। পরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবার বাজারে এসে শেষ হয়।
শোডাউন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মেম্বার প্রার্থী তাজুল ইসলাম বলেন, কুষ্টিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মানুষ আমাকে আবারও চায়। এই এলাকার মানুষের ভোটের মাধ্যমে এর আগেও আমি মেম্বার নির্বাচিত হয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে ভোটের মাধ্যমে জয়ী করবে মানুষ। আমি সব সময় মানুষের সেবক হিসেবে থেকে কাজ করে গেছি আগামীতেও কাজ করে যাবো। এলাকার মানুষ উন্নয়ন চায়। তাই আমার এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবারও মানুষের মাঝে থাকতে চাই। আর এজন্য এই এলাকার সর্বস্তর মানুষের দোয়া চাই। একই সাথে সকলের দোয়ায় সামনে এগিয়ে যেতে চাই। আশা করি সকলের দোয়ায় ফুটবল প্রতিক নিয়ে আবারও বিপুল ভোটে জয়ী হয়ে এই ওয়ার্ডের মানুষের সেবক হয়ে কাজ করতে পারবো। এসময় স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।