আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন অঞ্চল থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ রেজাউল করিম রিপন।
তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি। হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন মুলক কাজে অংশ নিয়েছেন নিয়মিত। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা অভিব্যক্তি প্রকাশ করেন। রিপন, বলেন আমার পরিবার আওয়ামী লীগের পরিবার, আমার পরিবার কখনো আওয়ামী লীগের সাথে বেইমানী করেনি, বিগত দিনে অনেকে আওয়ামী লীগের ব্যাজ ধারণ করে আওয়ামী লীগের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে আমরা তাহা করিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বি এন পি জামাত অপারেশন ক্লিন হার্টের নামে আমার বাসা বাড়িতে হামলা চালায় এবং মিথ্যা মামলা করে আমার নামে।
তারপরও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমাদের সরাতে পারেনি, আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন পালন করি। তিনি আরো বলেন হবিরবাড়ী ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা মন্দির, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা ও গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা করে আসছি। নিজস্ব উদ্যোগে কিছু রাস্তা সংস্কার করেছি।
চলমান মহামারী করোনা ভাইরাসের সময়ে জনসচেতনতা, মাস্ক, জীবাণুনাশক বিতরণ করে আসছি, অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছি। আমার বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সফল রাষ্ট্র নায়ক জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমার কাজের মুল্যায়ন করে আমাকে নৌকা দিয়ে হবিরবাড়ী ইউনিয়ন জনসাধারণের খেদমত করার সুযোগ দিবেন। আমি নির্বাচিত হলে সকল কে সাথে নিয়ে পরিকল্পিত ইউনিয়ন গড়ে তুলবো এবং সন্ত্রাস, চাঁদাবাজ মাদক মুক্ত সমাজ ও দূর্নীতি সহ সকল অপরাধ সমাজ থেকে দূর করবো ইনশাআল্লাহ।