Header Image

ত্রিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

খায়রুল আলম রফিক:

ময়মনসিংহের ত্রিশালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে কোনপ্রকার সহিংসতা ও হতাহতের ঘটনা ছাড়াই। নির্বাচনে ৬ টিতে নৌকা এবং ৫ টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা।

বেসরকারিভাবে ১নং ধানীখোলা ইউনিয়ন, মো:মামুনুর রশিদ সোহেল (নৌকা) ২নং বৈলর ইউনিয়ন, খন্দকার মশিউর রহমান শাহানশা (মোটরসাইকেল) , ৩নং কাঁঠাল ইউনিয়ন, নূরে আলম সিদ্দিকী (আনারস), ৪ নং কানিহারি ইউনিয়ন,শহীদুল্লাহ্ মাস্টার (নৌকা), ৫নং রামপুর ইউনিয়ন, আপেল মাহমুদ (নৌকা), ৬ নং ত্রিশাল ইউনিয়ন, জাকির হোসেন (নৌকা), ৭নং হরিরামপুর, আবু সাঈদ (চশমা), ৮ নং সাখুয়া ইউনিয়ন, মোঃ আব্দুল আজিজ (নৌকা), ৯ নং বালিপাড়া ইউনিয়ন পরিষদ গোলাম মোহাম্মদ বাদল ( নৌকা), ১০ নং মঠবাড়ী জনাব আব্দুল কদ্দুস মন্ডল (আনারস), ১১ নং মোক্ষপুর ইউনিয়ন, শামসুদ্দিন (আনারস) এবং ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন,মোঃ হাবিবুর রহমান মাস্টার (নৌকা)মার্কার প্রার্থী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ।

নির্বাচনী বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা বলেন, নজীরবিহীন শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে । বাস্তবায়নে আমরা প্রস্তুত ছিলাম । নির্বাচনে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিন স্তরের পুলিশি নিরাপত্তা বলয় সৃষ্টি করেছিলাম । এছাড়াও বিজিবি,র্যাব আনসার তিন স্থরে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল । নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও যথাযথ দায়িত্ব পালন করেছেন ।

ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন কে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিরলসভাবে কাজ করেছেন । আমরা আগের জানিয়ে দিয়েছিলাম নির্বাচনের দিন কেন্দ্রে কেউ গন্ডগোল করলে ছাড় পাবে না।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছিলাম। ভোটাররা যাতে নির্বিঘ্রে ভোট প্রদান করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম । যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি । এজন্য ত্রিশালের প্রতিটি ইউনিয়নবাসী এবং সকলকে ধন্যবাদ জানাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!