Header Image

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সত্তরোর্ধ্ব বয়সী জবেদা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে তিরনইহাট ইউনিয়নে বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে রাস্তা পারাপারের সময় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নারী ধামনাগছ এলাকার ইসমাইল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে জবেদা খাতুন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী এক মোটরসাইকেলের চাকায় পৃষ্ট হলে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল হতে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া ও হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারী বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় মটরসাইকেলের পৃষ্ট হলে হাসপাতালে আনার পথে তিনি মারা যান। # ০৪/১২/২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!