টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চতুর্থ ধাপে ২৬ শে ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
নৌকার প্রার্থীর নেতাকর্মীরা বারবার হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হকের নির্বাচনী প্রচারণা সময় আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থীর নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়।
এ হামলায় মাসুদ সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় আহত হয়। তারা হলেন। মোঃ আসাদুল, মোঃ সালাম, সজীব ,সামাদ ,হাসান ,আল আমিন, জাহিদুল ,জাকির, মিজান ,সুমন সহ আরো অনেকেই।
এ হামলার বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক মাসুদ বলেন।গত ০৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার মাটিকাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে। একটি হাইস গাড়ি ও তিনটি মোটরসাইকেল ও মোবাইল সেটসহ, হামলাকারীরা নিয়ে পালিয়ে যায়। মাসুদ আরো বলেন, আমার নির্বাচনেও এলাকায় ভোটারদেরকে আতঙ্ক করার উদ্দেশ্যেই, নৌকার প্রার্থীর নেতাকর্মীরা বারবার, আমার নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের প্রতি বিশেষ আকুল আবেদন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে তদন্ত সাপেক্ষে যেন বিষয়টি খতিয়ে দেখেন।
এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন সরকার বলেন, কোনাবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেনসহ, আমাদের কর্মীরা মাটিকাটা বাজারে চা স্টলে বসে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছিল, এ ঘটনায় সানোয়ার হোসেন গুরুতর আহত হয়ে ,টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আমি থানায় মৌখিক অভিযোগ দিয়েছি।
ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব জানান, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুই প্রার্থীর সাথে নির্বাচনকালীন সময়ে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে এ বিষয়ে তাদের সাথে মত বিনিময় করেছি। কোন প্রকার সহিংস ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।