Header Image

ময়মনসিংহে ডাঃ মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা  আইনে  মামলা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ :
সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ধারা২৫/২৯/৩১/৩৫ ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্যের অভিযোগ করে এই মামলার আবেদন করা হয়। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য এডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলার আবেদন করেন। বিজ্ঞ সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাঃ বজলুর রহমান মামলার আবেদন গ্রহন করে আদেশের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের জন্য রেখে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নুরুল হক। তিনি বলেন ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে  ব্যারিস্টার জাইমা রহমান সহ বিভিন্ন নারীদেরকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এছাড়াও তিনি দেশের সকল নারী জাতিকে অসম্মান করেছেন। সরকার তাকে মন্ত্রীত্ব থেকে সড়িয়ে ফেললেই তার বিচার হয়ে যায়নি। দেশের প্রচলিত আইনে তার এই ঘৃণ্যতম অপরাধের শাস্তির দাবীতে এই মামলার আবেদন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আদালত এই মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসবেন।
তিনি আরো জানান, নাহিদ রেইনস নামে একটি ফেইসবুক আইডি থেকে ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্য প্রচার করায় তাকেও এই মামলার আসামী করা হয়েছে। নাহিদ রেইনস হলো মহিউদ্দিন হেলাল নাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি।
অন্যান্য আইনজীবীদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট সাজ্জাদুর রহমান নয়ন, হাবিবুর রহমান ভূঁইয়া, মাসুদ তানভির তান্না,শামসুন্নাহার,  মাহবুব রশিদ তামান্না, আবুল কালাম আজাদ, রাইসুল, আরিফুল ইসলাম সোহাগসহ প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!