সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ:
অনলাইনে ভ্যাট দিন দেশ গড়ায় অংশ নিন এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হলে অনুষ্ঠিত সেমিনার এবং জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রদানকারী দের সম্মাননা প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার, সভাপতি ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন আঞ্চলিক কমিটি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।
ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ যার কারনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তিনি হলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১সালে ৩০ লক্ষ মানুষের আত্মহুতির মধ্য দিয়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। রেভিনিউ হলো আমাদের অক্সিজেন। ৪১ সালে হবে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জনগণের দেওয়া ভ্যাট-ট্যাক্স এর সঠিক ব্যবহার রাষ্ট্র যদি নিশ্চিত করে তবে মানুষ ভ্যাট ট্যাক্স প্রদানে উৎসাহিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। পদ্মাসেতু সহ দেশব্যাপী সব মেগা পরিকিল্পনার বাস্তবায়নই নিশ্চিত করে জনগণের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে।
মেয়র আরও বলেন, ভ্যাটের নেটওয়ার্ক বাড়াতে হবে, তৃণমূল পর্যন্ত ভ্যাট প্রদান সুবিধা পৌঁছে দিতে হবে। ইতোমধ্যে, ভ্যাট প্রদানে বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্পষ্টতা দূর হয়েছে, অনলাইনে ভ্যাট প্রদান করা যাচ্ছে। তবে ভ্যাট প্রদান পদ্ধতিকে আরও সহজ করতে হবে। প্রয়োজনে বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত নিতে হবে, সভা সেমিনারের আয়োজন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কর অঞ্চলের যুগ্ম কমিশনার আশীষ কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ও শেরপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপকমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুশান্ত পাল। এ অনুষ্ঠানে ময়মনসিংহ অঞলের ৫ জন সর্বোচ্চ ভ্যাটদাতাকে এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।