আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন।১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহীদ দের প্রতি দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক ও সামাজিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯ ঘটিকায় ভালুকা ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন সংগঠন কুচকাওয়াজে অংশ নেয় ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা শারীরিক কসরত ও খেলাধুলায় অংশ নেয়।উপজেলা প্রসাশনের পক্ষ থেকে অতিথি ও বিজয়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, এ্যপোলো ইন্সটিটিউট কলেজের অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটন, হালিমুন্নেছা চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী,যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব সহ অন্যান্যরা।