আরিফ রববানী, ময়মনসিংহ।।
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার গঠন করবো, প্রত্যেক বিভাগকে প্রদেশ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব,আমলাদের ছেলেমেয়েরা বিদেশে থেকে লেখাপড়া করে, আর আমরা বেকার রাজনীতিবিদরা আমাদের ছেলেমেয়েদেরকে দেশের মাটিতে লেখাপড়া করার সুযোগ পায়না। আমলাদের লাক্সারি গাড়ি- লাক্সারি বাড়ি-লাক্সারি রিসোর্ট, তিনি প্রশ্ন রাখেন এসব বিলাস বহুল জীবন যাপনের টাকা কোথা থেকে আসে? আমরা ক্ষমতায় গেলে ঘুষ-দুর্নীতি সমূলে নির্মূল করব। তিনি বলেন-প্রধানমন্ত্রীকে বলেছিলাম ডিসি-এসপি ও সচিবদের সম্পদের হিসাব নেওয়া হোক, আমাদের সম্পদের হিসাবও নেওয়া হোক, ওরা এত সম্পত্তির মালিক হয় কিভাবে তা প্রমাণ হবে।
বিএনপির সমালোচনা করে চুন্নু বলেন, বিএনপি তাদের নেত্রীর চিকিৎসার জন্য দাবি করে। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দলের চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদকে নাজিমুদ্দিন রোড থেকে মেডিকেল বোর্ড শাহবাগ পিজি হাসপাতালে চিকিৎসার জন্য সুপারিশ করে এবং আন্দোলন সংগ্রাম করলেও সামান্যতম দয়া হয়নি। কিন্তু আজ বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়।
মঙ্গলবার (৪ঠা জানুয়ারি)সন্ধ্যায় জাতীয় পার্টি ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে আয়োজিত ময়মনসিংহ মহানগর, জেলা,কোতোয়ালি জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায়
প্রধান অতিথির বক্তব্যেমুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
জাপার মহাসচিব মজিবুল হক চন্নু বলেন-যারা বিদেশে টাকা পাচার করে তাদের সাথে আমরা নির্বাচনে যাব না। আগামীতে কারো সাথে প্রেম করব না। আমরা আগামীতে ৩০০ আসনে মনোনয়ন দেব। সব জায়গায় জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে। তিনি আরো বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি বেকারের চাকরির সংস্থাপন কীভাবে করা যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করে যাচ্ছি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিং জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাক্তার কে আর ইসলাম, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম তপন,দেলোয়া হোসেন কামাল চেয়ারম্যান প্রমূখ।
সভায় স্থানীয় নেতৃবৃন্দের মাঝে জেলা জাতীয়পার্টি র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী,ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টি সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া লাল্টু ,মোমেন রুবেল,সহ সভাপতি আবজাল হেসেন হারুন,মোজাম্মেল হোসাইন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,শরীফ খান মিল্টন পাঠান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বিল্লাল,যুগ্ম সাংগঠনিক মোঃ বাদশাহ মিয়া, কুরবান আলী, বদরুজ্জামান সবুজ, জোয়েল মিয়া, সহকারী সাধারণ সম্পাদক মাহবুব হোসেন টিটু,এসহাক আলী,আসাদুজ্জামান রতন, অর্থ সম্পাদক শ্রী চন্দন কুমার পাল, যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, যুগ্ম প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক, ,যুগ্ম দপ্তর সম্পাদক এ,কে,এম হাসান কবির কালাম, কৃষি সম্পাদক আবুল কালাম, যুগ্ম কৃষি সম্পাদক মীর মোর্শেদ, ,যুগ্ম শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মির্জা রলিন, এনজিও বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মোঃ জালালুদ্দিন, ,শিক্ষা বিষয়ক সম্পাদক রুকুনুজ্জামান জুয়েল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদ হোসেনসহ জেলা,মহানগর,উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ এবং জাতীয় ছাত্রসমাজ, যুবসংহতি , শ্রমিক পার্টি, ওলামা পার্টি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন