
বিশেষ প্রতিনিধি ঃ
ভালুকা উপজেলার উথুরা টু ফুলবাড়িয়া সড়ক পাকা করার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর দাবী নিম্নমানের ইটগুলো তুলে নিয়ে ভালো মানের খোয়া ব্যবহার করার কথা বলেছেন তারা । এর পরও ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ করছেন বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়,উথুরা থেকে ফুলবাড়িয়া সড়কটি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি এর আগে পিচ করা ছিল এখন সাইট বৃদ্ধি করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্বাবধানে হচ্ছে রাস্তা টি।খোয়া বিছানোর কাজ চলছে।
এদিকে রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকাবাসী সংস্কারকাজ বন্ধ করতে বলছেন ঠিকাদার কে। ঠিকাদারের ব্যবহৃত নিম্নমানের ইট রাস্তা থেকে তুলে নিতে অনুরোধ জানান । সেই সঙ্গে ঠিকাদারকে বলেন, ভালো ইট দিয়ে কাজ করতে।
উথুরা গ্রামের মো. তারেক জানান, রাস্তা নির্মাণের জন্য যে মানের ইট দেওয়ার কথা ঠিকাদার তা দিচ্ছেন না। ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
তবে ঠিকাদার জানান, কিছু খারাপ ইট দেওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে ভালো ইট দিয়ে কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম হোসেন জানান, আমরা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিব। রাস্তাটি যাতে ভালোভাবে নির্মাণ করা যায় সে ব্যাপারে ঠিকাদারকে বলে দেওয়া হয়েছে।