আমরা সুখের জোগাড় করতে করতেই সুখ ভোগ করতে পারি না। তুষ্ট হতে পারি না যা আছে তা নিয়ে।বেশি বেশি পাবার আশায় নিত্যদিনের ছোট ছোট সুখ,আনন্দকে অবহেলা করি।নিয়তিকে না মেনে নিয়মের জীবন গড়ি।এর মতন,তার মতন হবার কতো আকাঙ্ক্ষা তাদের মতন সুখী হবার বাসনায় শুধু যোগাড়ে কাজ চলে।
ক্ষণিকের পৃথিবীতে প্রকৃতপক্ষে আমরা কিসে সুখি তা বুঝার অবসরও আমাদের হয় না। শুধু বোকার মতন ভোগেই যেন সুখ তাই ভাবি।এর তার মতন সুখ আমার চাই।
মূলত অন্যদের বিলাসিতা আমাদের বেশি আকর্ষণ করে।বাঁধা দেয় আমারদের নিত্য আনন্দে।যারা নিজেকে চিনতে, জানতে,বুঝতে পারে না তারাই এরকম বিভ্রান্তির মধ্যে পড়ে।তাকিয়ে থাকে অন্য কে কিভাবে আছে। কখনো নিজের চেয়ে যারা কষ্টে আছে তাদের দিকে তাকায় না তাদের কথা ভাবে না।যার কারণে কখনোই তারা আসল সত্য উপলব্ধি করতে পারে না।
সুখি হতে গেলে প্রতিদিনকে উপভোগ করতে হবে অবশ্যই তা ছোট ছোট আনন্দের মধ্যেই।ভবিষ্যৎ সব সুখ,আনন্দ একবারে ভোগ করার চিন্তায় বর্তমানকে নষ্ট করার কোন কারণ নাই।কারণ নিয়মের অধীনে আমরা নিজেকে বাঁধতে পারার সামর্থ্য রাখলেও নিয়তিকে নয়।
🍁কাব্য সুমী সরকার