ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ১৯বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে স্হানীয় ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এমপি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সম্মেলনে উদ্বোধক জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।
আলোচনা শেষে ময়মনসিংহ সার্কিট হাউসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ নির্বাচিত ঘোষণা করেন। তাদের নেতৃত্বে আগামী দিনের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী হবে। উল্লেখ্য যে, উপজেলায় একটি শক্তিশালী কমিটি হয়েছে।
এই নব নির্বাচিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, সহ সভাপতি এসএম গোলাম ফারুক আকন্দ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আসাদ, সাংবাদিক শফিকুল ইসলাম, মিজা মোঃমনজুরুল হক, আব্দুল কাদের আকন্দ, আনন্দ মোহন পাল প্রমুখ।