ফুলবাড়িয়া প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কাযালয়ে ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় দলীয় কাযালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ ইমদাদুল হক সেলিম সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম।
বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু,পৌর আওয়ামী লীগের সভাপতি ছফর আলী বুলু,যুবলীগের যুগ্ম আহবায়ক মুন্জুরুল হক রাসেল, কাউন্সিল শাকির আহাম্মদ খান প্রমুখ।সভা শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।