ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে লুইস হেমরম (৪০) নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লুইস হেমরম বেলওয়া আদিবাসী পাড়ার (বামন পাড়া) মৃত বাবুরাম হেমরমের ছেলে।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বেলওয়া গ্রামের আদিবাসী পাড়া থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর পরের দিন শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার আগে স্থানীয়রা তার বাড়ীর ১০০ গজ দূরে ধানের জমিতে লাশ দেখতে পেয়ে থানার খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হবে।