Header Image

ত্রিশালের মানবিক ইউএনও আক্তারুজ্জামান

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতি‌নি‌ধি :

পাঁচ মাস পূর্বে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার হিসাবে নতুন কর্মস্থলে আসেন মোঃ আখতারুজ্জামান। তিনি ত্রিশালে যোগদানের আগে দেশের প্রভতী স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি।

গত পাঁচ মাসে সর্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন।

নিবার্হী অফিসারের কার্যালয় কার্যালয়ে প্রবেশ করতে লাগেনা কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন। জনসাধারণকে অফিস রুমে নির্বিঘ্নে প্রবেশ করার জন্য ইতিমধ্যে দরজায় টানানো পর্দা খুলে ফেলা হয়।

জানা গেছে, আক্তারুজ্জামান এ উপজেলায় যোগদানের সময় শুরু হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনটি সুষ্ঠ নিরপেক্ষ ভাবে সম্পন্ন করেন। তার নজরদারির কারণে নির্বাচনী পরবর্তী সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। মনোরম পরিবেশে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে শিক্ষার্থীদের নিকট মহামারী করোনা ভাইরাসের টিকা দেওয়া কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে সুশৃংখলভাবে টিকা প্রদান করা হয় । দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কারণে বাজার মনিটরিং ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল এলাকায অবৈধভাবে বালু মজুদ রাখার কারণে সড়ক ঘটে যেত ছোট বড় দুর্ঘটনা। সড়ক থেকে অবৈধ বালু সরানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু ব্যবসা বন্ধ করার জন্য তাঁর রয়েছে বিশেষ নজরদারি। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় এক ঘন্টা সময়ের মধ্যে জন্ম নিবন্ধন সংশোধন করে চমক সৃষ্টি করেছেন। এতে উপকৃত হয়েছে হাজার হাজার ভুক্তভোগীরা । কৃষকদের গভীর নলকূপ স্থাপন কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করেছেন।

উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশ্রয়ন প্রকল্পের গৃহহীনদের ঘর দেওয়া কার্যক্রম তার কার্যালয় থেকে সরাসরি পরিচিত হয়ে আসছে। এই প্রকল্পে উপকারভোগীদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিং সহ সরকারি যাবতীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে দেখা যায়।

এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরন কার্যক্রম কোনরকম ঝামেলা বিহীন ভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও তার কার্যালয় কোন ধরনের অভিযোগ আসলে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। ইউএনও আক্তারুজ্জামান সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!