ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা রামপুড়া টুকঘুরিয়া গ্রামের ডিপসেলো মেশিন ঘর থেকে আন্ত জেলা তিন ডাকাতকে গ্রেফফতার করতে সক্ষম হয়েছে স্থানীয় জনতা ও থানা পুলিশ। জানাযায় বৃহস্পতিবার গভীর রাতে একদল আন্ত জেলা ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসির নজরে পরে। ঘটনার সময় একজন পথচারী স্থানীয় রামপুলিয়ার এলাকার ওয়ার্ড মেম্বার আইনুল ইসলামকে সংবাদ দিলে ঐ ওয়ার্ড মেম্বার মুঠো ফোনের মাধ্যমে ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করেন।
ঘটনাস্থলে পুলিশ ও জনতা ডাকাতদলকে ধাওয়া করলে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালাতে চেষ্টা করেন,জনতা ও পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে তিন ডাকাত দৌড়ে ডিপসেলো মেশিন ঘরে আশ্রয় নিলে সেখানে পুলিশ ও জনতা ঘেড়াও করে রাখেন।
পরের দিন শুক্রবার সকালে তাদেক গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাবাদ শেষে তাদের নামে নিয়োমিত ডাকাতি মামলা রুজু করে জেল হাজুতে পাঠিয়েছেন। গ্রেফতার কৃত আন্ত জেলা ডাকাতরা হলেন,মিলন মিয়া (৪৫) গ্রাম বিন্নিপাড়া থানা পাচঁবিবি,একই এলাকার মিজানুর রহমান (৪২) ও নবাবগজ্ঞ উপজেলার ভাদুরা শিবরামপুর গ্রামের সানোয়ার রহমান।