
মফিদুল ইসলাম লাভলু,ময়মনসিংহঃ
মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
১২ এপ্রিল মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ইফতার বিতরণ করা হয়।ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বন্ধন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ নুরুল আমিন কালাম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন,সংগঠনের সহ সভাপতি সায়েম সরকার, সাধারণ সম্পাদক রিয়াদ মাহবুব ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,দপ্তর ও প্রচার সম্পাদক নাসির হোসেন, সদস্য আফরোজ নিপা, রাশেদ মাহমুদ শুভ, আদনান ইসলাম, জিয়ারুল ইসলাম সহ প্রমূখ।
অসহায় সুবিধা বঞ্চিত মানুষ ও শিশু এবং রিক্সাচালক সহ পথচারীদের মাঝে ইফতার প্যাকেটে বিরিয়ানি, ডিম, খেজুর,বেগুনী ও পানির বোতল বিতরণ করা হয়। প্রায় তিন শতাধিক অসহায়,হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।