
ফুলবাড়িয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার বিধবা মমতাজ বেগমের এক মাত্র থাকার ঘর টি কালবৈশাখী ঝড়ে চালা উড়িয়ে লন্ড বন্ড করে ফেলেছে।
ফুলবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের ভালুকজান মন্ডল বাড়ি মৃত জয়নাল আবদীনের বিধবা স্ত্রী মমতাজ বেগম তার একটা মাত্র ছেলে সিহাব ও মেয়ে শিখা কে নিয়ে ঘরে অবস্হান করছিল।গতকাল শুক্রবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঘরের চালা উড়িয়ে নিয়ে যায় ।
মমতাজ বেগম ছেলে মেয়ে কে নিয়ে দৌড়ে পার্শ্বের ঘরে অবস্থান নেন।এতে ঘরের টিনের চাল লন্ড বন্ড করে ফেলেছে ঘরের সমস্ত আসবাব পত্র ভিজে যায় এবং ঘরে থাকা খাদ্য দ্রব্য বিনষ্ট হয় ।বিধবা মমতাজ বেগম এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে ।