
রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকার মাষ্টারবাড়ী এলাকায় ২৯এপ্রিল থেকে ঈদের ছুটি শুরুর দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এসকিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা।
তাদের অভিযোগ ঈদের সময় ছুটি বাড়ানোর কথা বলে শুক্রবার ছুটির দিনেও বিগত সময়ে কাজ করানো হয়েছে কিন্তু এখন তা মানছে না কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক বিক্ষোভে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে শিল্প পুলিশ ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্ঠা চালায়। এক পর্যায়ে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ ফাঁকা গুলি বর্ষন করে।
শিল্প পুলিশের এসআই জুলফিকার আলী ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্ঠা অব্যাহত রেখেছে পুলিশ।