
স্টাফ রিপোর্টোর :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কেবিন ব্লকের নার্সিং কর্মকর্তাদের ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর নিউ দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ১১ রামবাবু রোড সিটি সেন্টার (২য় তলা) ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মমেক হাসপাতালে কেবিন ব্লকের ইনচার্জ মোছলিমা খাতুন,নাসরিন আক্তার, অন্যান্য নার্সিং কর্মকর্তা হলেন শাহানাজ পারভীন, লাইলাতুল ফেরদোস লাইজু,আফিয়া, লাকী সেন, খোকি সেন, শাহানাজ মুক্তা প্রমুখ।