আরিফ রববানী, ময়মনসিংহ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সফলতার এক বছরে নজর কেড়েছেন উপজেলাবাসীর।তিনি তারাকান্দায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে সফলতার সাথে এক বছর পার করায় তার সফলতায় অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন ।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে তারাকান্দা উপজেলাকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন গড়ার মাধ্যমে সরকারের সকল সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্য নিয়ে এক জন কর্মদক্ষ হাস্যজ্জল ও মানবিক ইউএনও হিসাবে সফলতার সাথে এক বছর পার করেছেন। জনবান্ধব এই কর্মকর্তা ৩৩তম ব্যাচে বি.সি.এস ক্যাডার (প্রশাসন) লাভ করেন। তারাকান্দায় দায়িত্ব পাওয়ার আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসনে এনডিসি হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
মেধায় মননে একজন সু-দক্ষ প্রশাসন ক্যাডার অফিসার হিসেবে মিজাবে রহমত এর প্রশংসা রয়েছে। গত ২৬ শে এপ্রিল ২০২১ সালে তিনি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। অত্যন্ত সু-দক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষনতার সাথে সদাশয় সরকারের উন্নয়ন কর্মকান্ড তদারকি করছেন। যৌতুক-বাল্যবিবাহ রোধ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় বালু উত্তোলন, যানযট নিরসন, ইভটিজিং প্রতিরোধ,বাজার তদারকি, তারাকান্দা সহ বিভিন্ন উপজেলার ইউনিয়নের ইউপি নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ অনুষ্ঠানে ভোটারদের আস্থা অর্জন,বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করছেন সমাজের এই স্বপ্ন পুরুষ।
সাম্প্রতিক বাস্তবতায় এলাকায় সম্প্রীতি সু-রক্ষায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সম্প্রীতি সু-রক্ষা কমিটি গঠনপূর্বক স্থানীয়দের মাঝে সম্প্রীতি সু-দৃঢ় করণের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছেন। ত্রাণ কার্যক্রম তদারকি, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,মৎস্য,সমাজসেবা বিভাগ,মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও উন্নয়ন, আশ্রয়ন প্রকল্পসহ সরকারের সকল সেবা মূলক বিষয়গুলো নিবিড় তদারকি করছেন সমাজের মানুষের প্রেরণাদান কারী এই ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত একবছর সফলতার সাথে দায়িত্ব পালন করায় তারাকান্দার সর্বস্তরের জনতার মাঝে তিনি বেশ জনপ্রিয় ও আলোচিত ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি অর্জন করেছেন ।
বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন ও উপজেলার মানুষের নজর কেড়েছেন।মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন, জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলা পরিষদে জাতির পিতার প্রিয় কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করেন 'শেখ রাসেল ফোয়ার' এবং ভাষা সৈনিক এম শামসুল হকের প্রতি শ্রদ্ধার্ঘ্য 'ভাষা সৈনিক শামসুল হক' উদ্যান নির্মাণ করেন,জলাবদ্ধতা নিরসন,মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে যাচাই করে প্রকৃত গৃহহীনদের গৃহ প্রদানসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত উপজেলাবাসীর বিশ্বস্ত আস্থাভাজন হয়ে উঠেছেন।ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে উপজেলার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
তার মেধা ও দক্ষতায় আগামী দিনে তারাকান্দা উপজেলাকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন গড়ার মাধ্যমে সরকারের সকল সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হবেন বলে আশাবাদী উপজেলার রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা।