
আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় হতদরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, চিনি, গুড়া দুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মো. মনিরুজ্জামান মামুনের আয়োজনে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ বাজার বিতরণ অনুষ্ঠানে মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি নূলে আলম সিদ্দিকী স্বপন, যুবলীগ নেতা মহিউদ্দিন মাহি, ইমরান আহাম্মেদ, উজ্জল আহাম্মেদ, আলমগীর হোসেন প্রমুখ।