ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে ত্রিশাল থানায় ভিক্টিমের পিতা মোঃ সুরুজ আলী বাদি হয়ে একটি অভিযোগ করেন। এর আগে ওই দিন দুপুরে স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তোভোগী শিক্ষার্থী।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তারই স্কুলের দপ্তরি আনিসুর রহমান (৩৫)। ওই শিক্ষার্থী উপজেলার ধানীখোলা ইউনিয়নের চৌপাগাড়িয়া গ্রামের ছলি মড়লের বাড়ির ভ্যানচালক মোঃ সুরুজ আলীর মেয়ে।
এ বিষয়ে স্কুলের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সহপাঠীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা চাই এরকম কোন ঘটনা যেন সারা বাংলায় আর না ঘটে। আমরা সুবিচার চাই। আমরা এক শিক্ষার্থী আর এক শিক্ষার্থীর পাশে আছি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম জানান, আমি ভিক্টিম কতৃক একটি অভিযোগ পত্র পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, এবিষয়ে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।