Header Image

নয়দিন ধরে নিখোঁজ জয়,ছেলেকে ফিরে পেতে মায়ের আকতি!

স্টাফ রিপোর্টারঃ

জয় নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর।

ছেলেটির গায়ের রং কালো, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: লম্বাটে, মাথার চুল : কালো ও ছোট-ছোট, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ ফুট ২ ইঞ্চি। ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে।

জয়ের পিতার নাম: মোঃ মসিউর রহমান, মাতার নাম জাহানারা। ঠিকানা – সাং: মোক্ষপুর , ডাকঘর: মোক্ষপুর , থানা: ত্রিশাল , জেলা: ময়মনসিংহ ।

১০ মে ২০২২ তারিখ বিকেল ৪ টার সময় শ্রীপুর উপজেলার এমসির বাজার ভাড়া বাসা হতে বের হয়ে আর ফিরে আসে নাই। ছেলে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

হারানোর সময় তার পরনে ছিল কালো প্যান্ট, হলুদ রংয়ের গেঞ্জি ও পায়ে সু-জুতা। এ বিষয়ে শ্রীপুর থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৫৪৪। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের : ০১৬২৬-৯৩৪০০৫।

জয়ের মা জাহানারা কাঁন্না ঝরা কণ্ঠে দৈনিক গণমুক্তিকে বলেন, আমার ছেলেকে আমি কোথাও খোঁজে পাচ্ছি না। মা ভাত দাও, এই কথাটি আমি আজ আটদিন ধরে আমার ছেলের মুখ থেকে শুনতে পাচ্ছি না। আপনারা সকলেই আমার কলিজার টুকরা জয়কে আমার কাছে ফিরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!