
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠে আগামী ২৫ মে বুধবার নজরুল জন্মজয়ন্তী শুরু হবে, চলবে ২৭ মে শুক্রবার পর্যন্ত। নজরুল মঞ্চে নজরুলের জীবনী নিয়ে আলোচনা, গান, নৃত্য ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনদিনই থাকবে নজরুল মেলা। ১৯৬৫ সাল থেকে শুরু হয়ে কবি নজরুলের জন্মবার্ষিকীতে প্রতি বছরই আয়োজন করা হয় জন্মজয়ন্তীর।
নজরুল মঞ্চ ও নজরুল মেলার প্রস্তুতের প্রায় শেষের দিকে। নজরুল মেলায় আগে-বাগেই আসতে শুরু করেছে বিভিন্ন ব্যবসায়ীরা।
করোনা মহামারীর ধকল কাটিয়ে দীর্ঘ দুই বছর পর আবারো নজরুল মেলা স্বরূপে ফিরেছে। নজরুল জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশালের সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজ নিজ পরিবেশার জন্য নিচ্ছেন প্রস্তুতি। গান, নৃত্য, নাট্যানুষ্ঠান ও আবৃত্তি উপস্থাপনা করতে আনন্দ ও উদ্বীপনায় প্রস্তুত হচ্ছেন স্থানীয় শিল্পীরা।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন বলেন, ক্রেতারা নির্বিঘ্নে মেলায় আসবেন এবং পছন্দের জিনিস কিনে বাড়ি ফিরে যাবেন। মেলায় নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান বলেন, জাতীয় পর্যায়ের অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ত্রিশালবাসী সহ দেশবাসীকে একটি চমৎকার, মনোমুগ্ধকর ও ভাবগাম্ভীর্য বজায় রেখে মানসম্পন্ন অনুষ্ঠান উপহারের লক্ষ্যে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং বাস্তবায়নে কাজ চলমান রয়েছে।