Header Image

আগুনে ভস্মীভুত হলো ৮টি দোকান,রাস্তা বেহাল হওয়ায় পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা

 

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

মঙ্গলবার সকালে ময়মনসিংহের ভালুকার তামাট বাজারে আকস্মিক অগ্মিকান্ডে ভস্মীভুত হয়েছে ৮টি দোকানের মালামাল।

খবর পেয়ে তাৎক্ষনিক ছুটে গেলেও রাস্তার বেহাল দশার কারনে ঘটনাস্থলেই পৌঁছুতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় লোকজন কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ৮টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যাবসায়ীদের।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন বলেন, আমাদের এই রাস্তা অচল হয়ে আছে দীর্ঘদিন, এখন আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছেনা।

আজকে যদি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে আসতে পারতো তাহলে এই দোকান গুলো এভাবে ভস্মীভূত হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!