Header Image

ময়মনসিংহে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

 

ময়মনসিংহে শুরু হয়েছে চারদিন ব্যাপী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলার।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন শ্রাবন প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রবিন আহসান, লেখক কাব্য সুমী সরকার, সাদিয়া জামান, বিটিভি তালিকাভুক্ত রবীন্দ্র সংগীত শিল্পী মাহাফুজুর রহমান বাবু সহ সাহিত্যিক ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতেই দেশব্যাপী এই বইমেলার উদ্যােগ নেওয়া হয়েছে৷ চারদিন চলবে এই ভ্রাম্যমান বইবেলা। ময়মনসিংহে বিভিন্ন জায়গায় বইগাড়ি নিয়ে ঘুরে ঘুরে পাঠকদের হাতে তুলে দিবে।

এতে করে সকলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে, সেই সাথে বই পড়ার আগ্রহ গড়ে উঠবে। আগামী ২৭ মে শেষ হবে এই বইমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!