Header Image

নেত্রকোণায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

আজ নেত্রকোণায় নদীতে পড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সকাল আনুমানিক ১১ টায় নেত্রকোণা পৌরসভার ১ নং ওয়ার্ডের রেল কলোনি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা যায়, রেল কলোনি এলাকার মোঃ আনারুল ইসলামের একমাত্র ছেলে মোঃ আব্দুলাহ আল ইউসুফ (৪) সকাল ১১ টায় পাড়ার অনান্য বাচ্চাদের সাথে খেলতে থাকে, পরবর্তীতে তার মতো করে সে অনত্র খেলতে যায়, সকাল ১১.৩০টায় তার মা খোঁজাখুঁজি করতে বিভিন্ন জায়গায় সন্ধান করে, কিন্তু কোন খোঁজ মিলেনি।
একপর্যায়ে দুপুর ১ টায় এলাকায় মাইকিং করা হয়, তাতেও কোন খোঁজ মিলেনি, এভাবে সময় যেতে যেতে বিকাল ৫টায় পাশের মহল্লার রেখা নামের এক মহিলা ধলাই নদীর ঘাটে গোসল করতে গেলে আব্দুল্লাহ আল ইউসুফকে পানিতে ভেসে থাকতে দেখে এবং ডাকাডাকি করে।
পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এদিকে এই ঘটনার খবর শুনে নেত্রকোণা মডেল থানার তদন্ত কর্মকর্তা মোঃ সোহেল রানার নেতৃত্বে এসআই আশরাফোজ্জানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং ইউসুফের সুরতহাল সংগ্রহ করেন।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ইউসুফের পোষ্ট-মর্টেম করতে বললে এলাকার গণ্য মান্য এবং ইউসুফের বাবা মা তা না করার জন্য আর্জি জানায়।
পুলিশের আইনি পক্রিয়া শেষে থাকে দাফন কাপন করা হবে বলে জানা যায়।
ঘটনার তদন্তে প্রাথমিক ভাবে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে জানান থানার তদন্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!