ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের রাহেলা-হযরত মডেল স্কুল ও কৃষি প্রযুক্তি কেন্দ্রের যৌথ উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“বৃক্ষই মানুষের প্রকৃত বন্ধু” এ প্রতিপাদ্য নিয়ে রবিবার (৫ জুন) দুপুরে ত্রিশালের রাহেলা-হযরত মডেল স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক ও জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষিবিদ নিতাই চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নার্সারী সমিতি’র সভাপতি ফরিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাহেলা হযরত মডেল স্কুলের সভাপতি মোঃ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন রাহেলা হযরত মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম ও শিক্ষক/শিক্ষার্থীসহ অন্যান্যরা।