
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
গতকাল জুমা নামাজের পর হাজারো মুসুল্লিদের নিয়েবিশ্ব নবীকে অপমান জনক কটুক্তি করার প্রতিবাদে স্লোগানে স্লোগানে মুখরিত হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদর।
মিছিলটি বাজারের বড় মসজিদ থেকে শুরু করে পৌর সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুল্লোরা শপিং সেন্টারের সামনে সমাবেশ হয়।
মিছিলটি নেতৃত্ব দেন বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ,পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাদাত, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুর কবির সালেক , যুবদল নেতা আকরাম সিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এজিএম ফাহাদসহ মিছিলে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা। বিশ্ব নবী’র অপমান সইবে নারে মুসলমান !
