গোয়াইনঘাট (সিলেট) থেকে”
বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে
হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অবমাননাকরার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাফলংয়ের মানুষ। এ সময় মাওলানা, শিক্ষার্থীরা ও সকল শ্রেণি পেশার মানুষ, মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন সকল বক্তারা।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর জাফলং থেকে মিছিল টি মামার দোকান পয়েন্টে এসে শেষ হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ ৩নং পুর্ব জাফলং শাখার উদ্ধোগে হাফিজ মাওলানা সামসুদ্দিন আল মিজান’র সভাপতিত্তে ও হাফিজ মাওলানা শাহ আলম সাইফ সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনগাট ইসলামি আন্দোল’র সভাপতি, মাওলানা জয়নাল আবেদিন সরকার,মোহাম্মদ পুর মসজিদ’র ইমাম ও খতিব,হাফিজ মাওলানা আইনুল ইসলাম নাজিম মাওলানা আনোয়ার হোসেন সুহেল, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান কাউসার, জনাব আক্কাস আলী শেখ, মাওলানা নান্নু চৌধুরী,রাধানগড় ব্যাবশায়ী কামাল আহমদ, বিশিষ্ট ব্যাবশায়ী মোঃ আলী আকবর, ব্যাবশায়ী আবুল হোসেন, হাফিজ মজিবুর রহমান, ব্যাবশায়ী উমর ফারুক, মোঃ টিপু সুলতান সহ প্রমূখ।