Header Image

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভালুকায় আনন্দ র‍্যালী

 

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ

“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু ” স্লোগানকে সামনে নিয়ে ভালুকায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের উদ্যোগে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভালুকা মডেল থানা থেকে ওই আনন্দ র‍্যালীটি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিলিত হয়।

র‍্যালীতে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ, মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর অপারেশন সজিব রহমান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন,দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম স্বপন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।

র‍্যালী শেষে সাধারণ মানুষেন মাঝে ভালুকা মডেল থানা পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!