Header Image

ত্রিশালে পদ্মা সেতু উদ্বোধনে বর্ণাঢ্য র‍্যালি

 

‘আমাদের গৌরব ও সক্ষমতার প্রতীক,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত পদ্মা সেতুর উদ্বোধনের প্রাক্কালে শনিবার সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও পৌরসভার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এর পর উপজেলা পরিষদ হল রুমে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ,আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র রাশেদুল হাসান বিপ্লব,বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম মোমেন,মুজাহিদ খান ভোলা,উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাক্তার গোলাম মোরশেদ মুরাদ,উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার রেজাউল করিম জৈমত প্রমুখ।

এছাড়াও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!