আরিফ রববানী, ময়মনসিংহঃ
নেত্রকোনায় ত্রাণ সমাগ্রী নিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহব্বায়ক শাহরিয়ার মো: রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন,এইচ এম ফারুক। বৃহস্পতিবার (৩০শে জুন) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বরখাবন ৪নং ইউনিয়নে ঘোড়াডোবা হাওর পাড় হয়ে থানার আওতাধীন বিভিন্ন গ্রামে বন্যা দুর্গত বানভাসী মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহব্বায়ক শাহরিয়ার মো: রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন,এইচ এম ফারুক এর যৌথ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এ উদ্যোগ নেওয়া হয়।
ত্রাণ বিতরণ কালে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক বলেন, বিএনপির কাজই অপরাজনীতি করা। তারা সহজ ও সোজা পথে হাটে না। তারা পদ্মা সেতুর মতো দেশের এত বড় প্রকল্প নিয়েও ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাদের সকল কুচেষ্টা ব্যর্থ হয়েছে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাদের দুঃখ-কষ্ট বোঝেন।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো ভয় নেই। আমরা যুবলীগ সবসময় আপনাদের পাশে আছি।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে ময়মনসিংহ জেলা,বিভিন্ন উপজেলা পর্যায়ের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন। ।