মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন আরিফে’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন বিকালে ময়মনসিংহ নগরীর কাচারি ঘাট জিরো পয়েন্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায় গত ২৮ জুন কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
তিনি কালিবাড়িস্থ নিজ বাসভবনে আইসোলেশনে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন। এদিকে ফেইসবুক পোস্টে মেয়র ইকরামুল হক টিটু সাহেব সকলের কাছে দোয়া চেয়েছেন।