Header Image

ময়মনসিংহে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

রাকিবুল হাসান ফরহাদঃ

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন গোরস্থানের পাশে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মির্জা হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান নয়ন। অনুষ্ঠান উদ্বোধন করেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও সদস্য সচিব মাহমুদুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ও জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হানিফ রাজা, সমাজ সেবিকা ও যুগ্ম আহ্বায়ক মাসরুফা সুলতানা‌।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সংগঠন সারা বাংলাদেশে সাধারণ জনগণকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। ময়মনসিংহের সব থেকে বড় সমস্যা নদীদূষণ ও অবৈধ ইটভাটার উপদ্রব। অচিরেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

পরানগঞ্জ গোরস্থানে বৃক্ষরোপন করা হয় এবং স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!