
রাকিবুল হাসান ফরহাদঃ
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন গোরস্থানের পাশে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মির্জা হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান নয়ন। অনুষ্ঠান উদ্বোধন করেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও সদস্য সচিব মাহমুদুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ও জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হানিফ রাজা, সমাজ সেবিকা ও যুগ্ম আহ্বায়ক মাসরুফা সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সংগঠন সারা বাংলাদেশে সাধারণ জনগণকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। ময়মনসিংহের সব থেকে বড় সমস্যা নদীদূষণ ও অবৈধ ইটভাটার উপদ্রব। অচিরেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
পরানগঞ্জ গোরস্থানে বৃক্ষরোপন করা হয় এবং স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।