সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ:
উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের জমি দখল নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে।
সোমবার (০৪ জুলাই) সকাল ও বিকেলে দু’পক্ষ সংবাদ সম্মেলন করে নিজেদের পক্ষে বিপক্ষেযুক্তি উপস্থাপন করেন।
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের জমি দখল করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টা সংবাদ সম্মেলন হয়। বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বুলবুল হোসেনের নানা ইন্তাজ আলী ইউনিয়ন পরিষদের নামে জমি লিখে দেন। কিন্তু এর মধ্যে ১৬ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের নামে বিআরএস রেকর্ডে অন্তর্ভূক্ত হলেও বাকি ৫০ শতক জমি ৫ ব্যক্তির নামে ভুলে রেকর্ড হয়ে যায়। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের নামে রেজিষ্ট্রি করে নেওয়া হয় ওই ব্যক্তিদের কাছ থেকে।
২০২১ সালের সেপ্টেম্বরে ইউনিয়ন পরিষদের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বুলবুল হোসেন। এ ঘটনায় ইউনিয়নটির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রজব আলী বাদি হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মো. বুলবুল হোসেন, তার বাবা মো. আবদুল জলিল ও মা মোছা. আনোয়ারা খাতুনকে বিবাদী করে আদালতে একটি মামলা করেন।
এর মধ্যে বুলবুল হোসেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মরিয়া হয়ে উঠেন এবং জনগনের ভোটে বিজয়ী হয়।
গতকাল সোমবার সকালে লিখিত বক্তব্য মামলার বাদি রজব আলী জানান, বর্তমান চেয়ারম্যানসহ অন্যরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৪৬ দশমিক ৩ শতাংশ জমি বেদখল দিয়ে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু তিনি মামলা করেন।
গত ১৫ জুন মামলার শুনানির দিনে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন রেজুলেশনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান আবু তাহের মামলা পরিচালনা করবে মর্মে উল্লেখ করে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করান।
বর্তমান ইউপি সদস্য আবু তাহের বলেন, শুনানি শেষে আদালত বিবাদী পক্ষের কাছে জবাব চেয়েছে।
তবে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের জমি সরকারের নামে রেকর্ড হয়েছে। আমার ব্যক্তিগত জমিতে বাড়ি করছি। আমাদের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক কারণে করা হয়েছে। চেয়ারম্যান সংবাদ সম্মেলনে নানা কাগজপত্র উপস্থাপন করে জমি নিজেদের দাবি করেন।
আরোওজানাযায়,সাবেক মেম্বার রজব আলী কতৃক অসত্য ও বিভ্রান্ত কর তথ্য পরিবেশন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে। সাবেক ইউপি সদস্য রজব আলী মেম্বার একজন চুরা কার ভারী। অত্র ইউনিয়নের নিরীহ মানুষের উপর অত্যাচার ও অন্যের জমি দখলি তার কাজ।সাবেক চেয়ারম্যান কবীর হোসেন তালুকদার গংরা মিথ্যা সংবাদ সম্মেলন করে। বর্তমান চেয়ারম্যান বুলবুল হোসেনের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।
তবে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের জমি সরকারের নামে রেকর্ড হয়েছে। আমার ব্যক্তিগত জমিতে বাড়ি করছি। আমাদের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক কারণে করা হয়েছে। চেয়ারম্যান সংবাদ সম্মেলনে নানা কাগজপত্র উপস্থাপন করে জমি নিজেদের দাবি করেন।
মামলার বাদি পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান নিজের নামে থাকা মামলা তুলে নিতে আদালতে আবেদন দেওয়ার প্রতিবাদ জানান সাবেক মেম্বার ও মামলার বাদি। তবে জমির মালিক তারা নিজেরা দাবি করে মামলাটি ষড়যন্ত্রমূলক হয়েছিল বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান।