
স্টাফ রিপোর্টারঃ
ত্রিশাল উপজেলার প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারী হাসপাতালের কর্মরত ভ্যাটেনেনারী সার্জন তানজিলা ফেরদৌসীর বিরুদ্ধে অফিসের সময়মত না আসা ও রোগীদের সাথে বৈরিপ আচরণ সহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
৭ ই জুন বৃহস্পতিবার ত্রিশাল প্রাণিসম্পদ হাসপাতালে সরেজমিনে গেলে চিকিৎসা নেয়ার জন্য আসা হাস- মুরগী – গরু,ছাগল খামারীরা জানান অফিসের ডাক্তার মেডাম সময় মত আসেননি বলে ঘন্টার পর ঘন্টা চিকিৎসা সেবা নেওয়ার জন্য বসে থাকতে হয়।
তার অনুপস্থিতিতে অফিস কম্পাউন্ডার ইদ্রিস মিয়া গরু, ছাগলের চিকিৎসা সেবা প্রদান করেন। অথচ সে একজন কম্পাউন্ডার তার চিকিৎসা সেবা বা পেসকিপসন লেখার কোন রাইট নেই।
এব্যাপারে অফিসের কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অভিযোগের বিষয়টি সত্য তাই আমি অফিস নিয়ম অনুযায়ী সুকোজ করেছি।
জানাযায়, প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন তার উপজেলা হেড কোয়াটারে থাকার কথা কিন্তু তিনি সরকারি বিধি অমান্য করে ময়মনসিংহ শহরে থাকেন। এছাড়াও তিনি ফিল ভিজিট এ যাওয়ার কথা কিন্ত মাসে কয়দিন ভিজিট এ যান এই নিয়ে প্রশ্ন বিদ্ধ।