আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী এলাকায় বসতবাড়ী উচ্ছেদ করে স্থানীয় বন বিভাগ ইকোপার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় এলাকার হাজারো মানুষ। বক্তারা বলেন বাপ দাদার বসত বাড়ী ও কবর স্থান উচ্ছেদ করে ইকোপার্ক নির্মানের হঠকারী সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করবে এলাকাবাসী। বনবিভাগকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাইদ,উপজেলা যুবদল নেতা আবু সাঈদ জুয়েল, ইউনিয়ন বি এন পির সভাপতি আব্দুস সালাম ,আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল, যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রিপন, যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ সহ সর্বস্তরের জনগণ।