Header Image

ময়মনসিংহে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘঁনায় পাষন্ড স্বামী মো. আল আমিন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর চৌকস দল। বুধবার (২০ জুলাই) রাত ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা হতে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৪’র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ৩ বছর পূর্বে পাগলা থানার ছাপিলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আল আমিনে সাথে বীরই শেওরাদিরটেক গ্রামের মো. রিটন মিয়ার মেয়ে মুসলিমা খাতুনের (২৪) বিয়ে হয়।

বিয়ের এক বছর পর আল আমিন ও মুসলিমা দম্পতির ঘরে আরাফাত(২) নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। এরপর থেকেই এক লক্ষ টাকা যৌতুকের জন্য গৃহবধূ মুসলিমাকে নানাভাবে চাপ দিতে থাকে স্বামী মো.আল আমিন,শ্বশুড় মফিজ উদ্দিন এবং শ্বাশুড়ি আনোয়ারা খাতুন। যৌতুকের জন্য গৃহবধূ মুসলিমার সাথে শ্বশুড়,শ্বাশুড়ি ও স্বামীর ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

যৌতুকের টাকা দিতে না পারায় গত ২৪ জুন স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বাক-বিতন্ডা শুরু হলে একপর্যায়ে ঘাতক স্বামী আল আমিন লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার স্ত্রীকে গুরুতর আহত করলে অতিরিক্ত রক্তক্ষরণে নিজ ঘরেই গৃহবধূ মুসলিমার মৃত্যু হয়।

মুসলিমার মা রোকেয়া খাতুন বাদী হয়ে পাগলা থানায় মুসলিমার স্বামী, শ্বশুড় ও শ্বাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন। এঘটনায় র‌্যাব-১৪’এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ছায়া তদন্ত শুরু করে।

অবশেষে পলাতক প্রধান আসামী আল আমিনের সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের মাধ্যমে বুধবার রাতে তাকে গাজীপুর তেকে গ্রেফতার করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!