ময়মনসিংহের ত্রিশালে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনটি গরু সহ দুই জনকে আটক করেছে এলাকাবাসী। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে এলাকাবাসীর তোপের মুখে পড়েন তারা।
দীর্ঘ দু’ঘণ্টা পর স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয়দের আস্বস্ত করে ত্রিশাল থানা পুলিশ পিকআপ-ভ্যানসহ আটক দুই জনকে তিনটি গরু সহ থানায় নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ স্থানীয় পুলিশ প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এ এলাকায় নিয়মিতই ঘটছে গরু চুরির মতো ঘটনা।
মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের লোকজন গরু সহ দুই জনকে আটক করে ত্রিশাল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এসময় উপস্থিত জনতা গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এলাকাবাসী জানায়, সকাল নয়টার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় তাদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে মতবিরোধ দেখা দিলে আশেপাশে থাকা কয়েকজন তাদের পথ রোধ করতে গেলে দুইজন রেখে বাকিরা পালিয়ে যায়। ওই দুইজন প্রথমে নিজেকে গরুর মালিক দাবি করলেও পরে জিজ্ঞাসাবাদে সঠিক কোনো উত্তর দিতে না পারলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুবকর সিদ্দিক এবিষয়ে বলেন, গরু গুলো কোন জায়গা থেকে আনা হয়েছে এখনও তার সন্ধান মেলেনি। আটক দুইজন হলেন ভালুকার ভরাডুবা গ্রামের লালু এবং এরশাদ। এবিষয়ে আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। গরু চুরি থামাতে আমাদের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে চুর চক্রের বেশকয়েকজন ধরাও পড়েছে।