Header Image

চট্টগ্রামে পরিমাণে কম পাওয়ায় দুই পেট্রোল পাম্পকে ১লাখ টাকা জরিমানা, ১টি সাময়িক বন্ধ

 

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশন গুলোতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।
তেলের প্রতি লিটারে পরিমাণে কম পাওয়ায় দুই পেট্রোল পাম্পকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি পেট্রোল পাম্প সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

০৮ আগস্ট”২০২২ইং সোমবারে নগরীর ফিলিং স্টেশন গুলোতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিএসটিআই ও সিএমপি’র সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

এ সময় চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় স্যারের নির্দেশে নগরীর ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্য আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও প্রতি ১০ লিটার অকটেনে ৪৪০ মিলি কম পাওয়া যায়। পরে ৫০ হাজার টাকা জরিমানার পাশা-পাশি প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে হাজী এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!