Header Image

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেলেন তারাকান্দা দুস্থ নারীরা

ষ্টাফ রিপোর্টারঃ

 

তারাকান্দায় মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ ও স্মৃতিচারণ করা হয়েছে।

“মহীয়সী বঙ্গমাতার চেতন অদম্য বাংলাদেশের প্রেরণা” শ্লোগান নিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে (৮আগষ্ট)সোমবার সকালে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে তারাকান্দা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গমাতার ওপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক,সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার খাতুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!