ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় রাস্তার পানি শরীরে আসায় চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে মারাক্তক আহত করেছে রুবেল হোসেন নামের এক পথচারীকে।
গতকাল সন্ধ্যায় পথচারী রুবেল মোটরসাইকেল যোগে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা পানি জামিরদিয়া নারিস পোল্ট্রি এলাকার ভাড়াটিয়া মৃত মোতালেব হোসেনের ছেলে ইয়াছিন (২১) এর শরীরে আসলে রুবেলকে এলোপাতাড়ি মারধর করে ইয়াছিন। এ ঘটনায় ভালুকা মডেল থানায় আহত রুবেলের মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাযায়, ঘটনার সময় উপজেলার পানিবান্ডা এলাকার রতন মিয়ার ছেলে রুবেল হোসেন (১৯) তার কর্মস্থল থেকে তার বন্ধু জাহিদ হাসানের মোটর সাইকেলে বাড়ী যাওয়ার পথে নারিস পোল্ট্রির সামনে জমে থাকা রাস্তার পানি ইয়াছিনের শরীরে গেলে তাকে ও তার বন্ধু জাহিদের সাথে কথা কাটাকাটি হয়।
এর কিছু সময় পর ইয়াছিন তার মা মমতাজ ও বোনকে ডেকে আনে এবং তার হাতে থাকা একটি ফলকাটার চাকু দিয়ে এলোপাতাড়ি পুচ মারতে থাকে। রুবেলের মা কুলছুম আক্তার ঘটনাস্থলে আসলে মমতাজ ও পপি তাকেও মারপিট করে তার কানের দুল ও গলার চেইন খুলে নেয়। তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ইয়াছিন মমতাজ ও লিপি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় কুলছুম আক্তার বাদি হয়ে ইয়াছিন, মমতাজ বেগম, পপি আক্তার ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন। ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।