১০/০৮/২০২২ ইং জ্বলানি তেল, দ্রব্যমূল্যের উর্ধগতি ও গন বিরোধী সিদ্বান্তের প্রতিবাদে ১০/০৮/২০২২ ইং বিকেলে ফুলবাড়ীয়া জাতীয় পার্টি র উদ্যোগে পশ্চিম বাজার থেকে পরিষদ চত্বর পর্য্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল ও চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জাপা র সাধারন সম্পাদক ও অতরিক্ত মহা সচিব জনাব ফকরুল ঈমাম এম পি, র নির্দেশনায় ও জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলে র সার্বিক দিক নির্দেশনা এবং ব্যবস্হাপনায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।মিছিলে র নেতৃত্বে ছিলেন ও সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা জাপা র আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার, যুগম আহ্বায়ক মোস্তফিজুর রহমান বি এস সি,এড. হাবিবুর রহমান হীবিবুল্লাহ, ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারন সম্পাদক ডা: সবুর রফিক,উপজেলা জাতীস্বেচ্ছাস্বক পার্টি র সভা পতি তোফাজ্জল হক তোতা, ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় যুব সংহতি, র যুগ্ন- আহ্বায়ক নাসরীদ ইসমাইল, উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর সহ সভাপতি ইন্জি: সাদবিন রহমান আকাশ, উপজেলা পল্লী বন্ধু পরিষদে র আহ্বায়ক আব্দুল খালেক, জেলা জাতীয় স্বচ্ছাসেবক পার্টি র সহ সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক পার্টি র আহ্বায়ক আকরাম সরদার, জাতীয় শ্রমিক পার্টি নেতা সামছুল হক, সারোয়ার আলম,ছাত্র সমাজ নেতা আলআমিন পলক মন্ডল, পবন,দুলু, কামাল হোসেন, সেকান্দর , জেলা জাতীয় ছাত্র সমাজ এর সদস্য নুরুল ইসলাম নাহিদ, রুহুল আমিন, আরিফ, তারেখ প্রমূখ।