মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
১২ আগষ্ট সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ ব্যাট বল চত্বরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল মাঠ বাঁচাতে মানব বন্ধন করেছে মাঠ প্রেমিকরা।
বলাইশিমুল মাঠ বাঁচাতে ময়মনসিংহের মানব বন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটির আহ্বায়ক আবুল কালাম আল আজাদ, জন উদ্যোগ ময়মনসিংহের সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিক্ষাবিদ ছৈয়দ রায়হান উদ্দীন, পড়উআ’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সমাজকর্মী ফকরুল হাসান সায়েম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় সদস্য ইবনুল সাইদ রানা, তিস্তা রক্ষা আন্দোলনের আহ্বায়ক ফরিদুল ইসলাম, অধিকার কর্মী অঞ্জন সরকার, সমাজচিন্তক রেজাউল করিম,
বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মন্ডল, শহিদুল ইসলাম বাচ্চু মেম্বার, আতিকুর রহমান তালুকদার চুন্নু এবং গণকমিটির সদস্য শিক্ষার্থী এস এম মনির প্রমুখ। মানব বন্ধনে সভাপতিত্ব করেন কবি শামসুল ফয়েজ।