আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় ছিদরাতুল মুনতাছির( রিজভী), ৫ ম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ১৪ আগস্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার হবিরবাড়ী সিডস্টোর গ্রামের মোঃ শামসুদ্দিন খানের ছেলে ৮০ নং হবিরবাড়ী পাখির চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ ছিদরাতুল মুনতাসীর রিজভী ১১ আগস্ট স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিলো। সেখান থেকে প্রধান শিক্ষক জসিম উদ্দিন তাকে কিছু ছাত্র দিয়ে ডেকে এনে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।
পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
শিক্ষার্থীর পিতা শামসুদ্দিন খান জানান আমার ছেলেকে কেন এমন ভাবে পিটিয়ে আহত করেছেন আমি জানিনা তবে আমি প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
পাখির চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন জানান, রিজভী আরেক শিক্ষার্থীর সাথে মারামারি করেছিল আমি একটু শাসন করে ছেড়ে দিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জানান, আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।